কমলগঞ্জে ইউএনও’র শিক্ষা উপকরণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৪:১৭ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ইউএনও জয়নাল আবেদীনের ব্যক্তিগত অর্থায়নে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার কমলগঞ্জ পৌর এলাকার কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীনগর ইউনিয়নের কামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ, টিফিন, শুকনো খাবার ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন কমলগঞ্জের ইউএনও জয়নাল আবেদীন।
দুপুর ১২টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেড় শতাধিক শিক্ষার্থী ও কামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও রুল পেন্সিল, টিফিনবক্স, শুকনো খাবার, ফুটবল, ক্রিকেট ব্যাট, ক্যারমবোর্ড উপহার হিসেবে দেন ইউএনও জয়নাল আবেদীন। এসময় স্কুলগুলোর আঙ্গীনায় বিভিন্ন ফলজ গাছ রোপণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন, কামদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জয়নুল আবেদীনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক।