কোম্পানীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ৯ জন আটক
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৬:৫৭:৫৯ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ধলাই নদী, বাংকার, কালাইরাগ ও শাহ আরেফিন টিলা থেকে চলছে বালু পাথর লুটপাট। এই সুযোগে কিছু স্বার্থান্বেষী মহল চাঁদাবাজির আশ্রয় নিয়েছে। নিরীহ শ্রমিক ও ব্যবসায়ীর কাছ থেকে ৫’শ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত তারা চাঁদা আদায় করে থাকে।
বুধবার রাত দেড়টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ার বাজার এলাকায় শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আটক হয়েছেন ৯জন। তারা সকলেই নিজেকে ছাত্র আন্দোলনের সমন্বয় হিসেবে পরিচয় দিত বলে জানা গেছে। আটককৃতদের বিরুদ্ধে কালীবাড়ি গ্রামের নুর আহমদ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
আটককৃতরা হলেন- উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাঈদ রবিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহজাহান মিয়া, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি রাজন মিয়া, সিনিয়র সহ সভাপতি সেলিম মিয়া, নোয়াগাঁও গ্রামের আরিফ হাসান জুবায়ের, ডাক ঘরের দিদার হোসেন, শাহ আরেফিন বাজারের মোঃ রফিকুল ইসলাম, বটেরতলের নাসির মিয়া ও বাহাদুরপুরের সোলায়মান।
মামলার বাদী নুর আহমদ জানান, রাতে আমরা খবর পাই ছাত্র সমন্বয়ক দাবি করে শ্রমিকদের কাছ থেকে কারা চাঁদা দাবি করছে। এমন সংবাদ পেয়ে আমরা সরেজমিনে গিয়ে দেখি তারা দয়ার বাজারের উত্তরে পূর্ব ধলাই কিন্ডারগার্টেনের পাশে নৌকা ঘাটে শ্রমিকদের সাথে চিল্লাচিল্লি করছে এবং তাদেরকে দৌড়াচ্ছে। এসময় তারা শ্রমিকদেরকে ৫’শ/১ হাজার টাকা দিতে বলে। তখন এলাকার লোকজন নিয়ে আমরা তাদেরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করি।
কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে এলাকাবাসী তাদেরকে আটক করে আমাদের খবর দেন। আমরা গিয়ে তাদেরকে নিয়ে এসেছি। ইতিমধ্যে তাদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।