বিশ্বনাথে যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:০২:২১ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, শিক্ষর্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনে পতনের পর শেখ হাসিনা ও তার দোসররা দীর্ঘ ১৬ বছরে লুট করা জনগণের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। এখন আমরা কিছু টাকা তুলতে গেলে ব্যাংক আমাদেরকে টাকা দিতে পারছেনা। জনদুর্ভোগ কমানোর জন্য বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মানে বিএনপির নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বুধবার বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে পৌর শহরের নতুন বাজারস্থ সিএনজি স্ট্যান্ডে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলামের সভাপতিত্বে এবং পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ ও পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমনের যৌথ পরিচালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাসছুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক গুলজার খান। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর যুবদলের সদস্য ওয়াসিম উদ্দিন।