বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের শিক্ষার্থীদের ফ্রি কোচিং
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৩:৫৫ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের আর্থিক সহযোগিতায় ও আল-হেরা সমাজ কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় ৪র্থ ও ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য স্থানীয় আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বুধবার ফ্রি কোচিংয়ের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ফ্রি কোচিংয়ের উদ্বোধন করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খান। আল-হেরা সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. জাকারিয়ার সভাপতিত্বে ও সহসভাপতি আ ন ম মাসুমের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মোমিন খান মুন্না, সমাজসেবক নেছার আহমদ, সমাজকর্মী আব্দুস সাত্তার, আল-হেরা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সালেহ আহমদ ও সমাজকল্যাণ সম্পাদক রেনু মিয়া।
এসময় উপস্থিত ছিলেন রাজনীতীবিদ তোফায়েল আহমদ, সিরাজ মিয়া, হারুনুর রশীদ, আল-হেরা সমাজকল্যাণ পরিষদের সহসাধারণ সম্পাদক হাফিজ আলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, সহপ্রচার সম্পাদক ইসমাঈল আহমদ, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোস্তাকিন, সদস্য আকমল হোসেন ও ইদ্রিস আহমদ প্রমুখ।