দাউদপুরে জামায়াতে সীরাতুন্নবী মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৫:৪৩ অপরাহ্ন
পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দাউদপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স প্রাঙ্গণে সীরাত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মতিউর রহমান বলেন, মানবতার মুক্তিদূত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) আমাদের পথ প্রদর্শক। আমাদের জন্য তাঁর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। বিশ্বনবী (সাঃ) এর আদর্শ অনুকরণ ও অনুসরণের মধ্যে রয়েছে ইহকালিন সাফল্য ও পরকালিন মুক্তির পথ। তিনি রাসুলুল্লাহ (সাঃ) এর জীবনী বাস্তব জীবনের সকল জায়গায় বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আহবান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাউদপুর ইউনিয়ন শাখার সভাপতি আপ্তাবুল ইসলাম জবর এর সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক মাওলানা করম আলী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী আরব আমিরাতের আমীর মাওলানা আজাদ সুবহান, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ সুলাইমান হোসেন, মাওলানা নোমান আহমদ দৌলতপুরী। বিজ্ঞপ্তি