হবিগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫৫:৩০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট থেকে ১৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন, র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ২ টার দিকে র্যাব-৯ এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের র্যাবের একটি দল চুনারুঘাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ১৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন, শায়েস্তাগঞ্জ থানার চরনূর আহমদ এলাকার মো. মকসুদ আলীর ছেলে মোঃ আইয়ুব আলী (৩২) ও নেত্রকোনা জেলার আটপাড়া থানাধীন দেওশ্রী এলাকার মৃত মোকসুদ আলীর ছেলে মোঃ আব্দুল করিম (৪৫)।
গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা দায়ের করে আসামীসহ উদ্ধারকৃত আলামত হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব -৯ এর মিডিয়া সেল।