যুবদলের পদবঞ্চিতদের ঝাড়ু মিছিল
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৯:১৫:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটির প্রতি অসন্তোষ ও কমিটিকে প্রত্যাখ্যান করে ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিত-পদপ্রত্যাশিত নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।
এসময় ঝাড়ু হাতে কমিটির বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, প্রকাশিত কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। এছাড়া কমিটিতে সিনিয়র-জুনিয়র সমন্বয় করা হয়নি।
তাদের দাবি, এতে করে দলের ভাবমূর্তি নষ্ট হবে। তৃতীয় শক্তি দলের ভিতরে সুযোগ খোঁজার চেষ্টা করবে। তাই এই কমিটি প্রত্যাখ্যান করেছেন তারা। এর আগে, বুধবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিনকে সভাপতি ও মোহাম্মদ মকসুদ আহমদকে সাধারণ সম্পাদক এবং মাসরুর রাসেলকে সাংগঠনিক সম্পাদক করে ২৯১ সদস্য বিশিষ্ট জাতীয়বাদী যুবদল সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্র।