আশ্বিনেও সিলেটে রেকর্ড গরম, তাপমাত্রা ৩৮.৩
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৪, ৬:০৬:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : প্রচলিত আছে, ভাগ্রের ১৩ তারিখ শীতের জন্ম হয়। কিন্তু এবার ভাদ্র গিয়ে আশ্বিন চলে এলো, গরম যেন আরো বেড়েছে।
সিলেটে গতকাল চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এটি এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা, যা পূর্বের ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানান, টানা কয়েকদিন ধরে সিলেটে মৃদু তাপপ্রবাহ চলছে। বৃহস্পতিবার দুপুর তিনটায় সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা সিলেটে এ বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
গত কয়েকদিন ধরেই সূর্যের প্রচণ্ড তাপে ভুগছে সিলেটের মানুষ। রাস্তায় জনসমাগম কমে গেছে, অনেকেই বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। তীব্র গরমে পথচারী এবং দিনমজুরদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
আবহাওয়া অফিস জানায়, আশ্বিনের শুরুতেও দেশের ৫৬ জেলায় মৃদু তাপপ্রবাহ বইছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা আরও বাড়তে পারে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, তাপমাত্রা আপতত ২-৩ দিন কমবে না। বরং আজ শুক্রবার তাপমাত্রা আরেকটু বাড়তে পারে, অধিকাংশ জেলায় তাপপ্রবাহ বিস্তার লাভ করবে। তবে আগামী মঙ্গলবারের পর সারা দেশে বৃষ্টি হওয়ার আভাস রয়েছে।