সাবেক পরিকল্পনামন্ত্রী মান্নানকে জেল হাজতে প্রেরণ
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৬:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সকাল সোয়া দশটায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। আদালত সংশ্লিষ্টরা জানান, সকাল সোয়া দশটায় এমএ মান্নানকে আদালতে হাজির করলে আসামিপক্ষের হয়ে আইনজীবী শফিকুল ইসলাম ও নুর আলম তার জামিন প্রার্থনা করেন। অন্যথায় অসুস্থ বিবেচনায় তাকে হাসপাতালে প্রেরণের জন্য আবেদন করেন।
বাদীপক্ষের আইনজীবী এড. মাসুক আলম বলেন, আমরা তখন আদালতকে বলেছি এটা দ্রুত বিচার আইনের মামলা। সংশ্লিষ্ট আদালতের বিচারকও অনুপস্থিত। শুনেছি পুলিশও রিমান্ড চাইবে। সুতরাং সংশ্লিষ্ট বিচারিক আদালতে সকল পক্ষের শুনানি হতে পারে। বিচারক মুহাম্মদ ফারহান সাদিক পরে কাস্টডিমূলে এমএ মান্নানকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট আদালতে শুনানি হবে বলে জানান।
বাদীপক্ষে আরও আইনজীবী ছিলেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শেরেনুর আলী, আমিরুল ইসলাম, মোশাহিদ আলী ও মামুনুর রশিদ কয়েস প্রমুখ। এর আগে সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় তাঁর শান্তিগঞ্জের বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গেল ৪ আগস্ট ছাত্রজনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার ঘটনায় গুলিবিদ্ধ আহত দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলীর ভাই হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এই মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট এক নম্বর ও এমএ মান্নানকে দুই নম্বর আসামী করা হয়েছে।