মৌলভীবাজারে জামায়াতের সভাপতি-সেক্রেটারী শিক্ষা শিবির
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৪, ৬:২৯:৩৮ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে জেলা শহরে জামায়াতের ইউনিয়ন সভাপতি-সেক্রেটারী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে জামায়াতের জেলা আমীর প্রকৌশলী এম শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী মোঃ ইয়ামীর আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মোঃ ফখরুল ইসলাম।
উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তরের মজলিসে সুরা সদস্য ও শেরেবাংলা নগর থানা আমীর মাওলানা আমিনুল ইসলাম, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, আলা উদ্দিন শাহ, সৈয়দ তারেকুল হামিদ, হাফেজ তাজুল ইসলাম, মোঃ ফখরুল ইসলাম, হাফেজ নাজমুল ইসলাম, আহমদ ফারুক ও তারেক আজিজ। শুরুতে দারসে কোরআন পাঠ করেন মাওলানা শেখ আব্দুল হক।