নৈতিকতাসম্পন্ন শ্রমিক সমাজ সমৃদ্ধ বাংলাদেশের কর্ণধার : আতিকুর রহমান
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৩:০৫ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেছেন- আদর্শবান সুনাগরিক ছাড়া জীবনে সফলতা লাভ করা সম্ভব নয়। নৈতিকতাসম্পন্ন সুনাগরিক দুনিয়ার সাফল্যের পাশাপাশি পরকালিন মুক্তির পথ প্রশস্ত করে। তাই শ্রমজীবিদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতাসম্পন্ন দক্ষ শ্রমিক সমাজের হাত ধরেই সুখী সৃমদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে। কারণ শ্রমিক সমাজ হচ্ছে রাষ্ট্রের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের চাবিকাঠি। নৈতিকতাসম্পন্ন দক্ষ শ্রমিক সমাজই হবে বাংলাদেশের আগামীর কর্ণধার। আগামীর পৃথিবী হচ্ছে সততা ও ইনসাফের পৃথিবী। তাই শ্রমজীবিদের নিজেদেরকে মুমিন হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি শুক্রবার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আয়োজিত দিনব্যাপী ট্রেড ইউনিয়ন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কর্মশালায় দারসুল কুরআন পেশ করেন ফেডারেশনের সিলেট অঞ্চল উপদেষ্টা মাওলানা হাবিবুর রহমান।
এডভোকেট আতিকুর রহমান বলেন, প্রচলিত অর্থব্যবস্থা ও শ্রমনীতিতে শ্রমজীবিদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। সকল স্তরে ইসলামী শ্রমনীতি ও ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। শ্রমজীবিদের নৈতিকতা সম্পন্ন প্রশিক্ষিত জনগোষ্ঠীতে পরিণত করতে পারলে দেশ জাতি ও সমাজ উপকৃত হবে।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, সেক্রেটারী মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ ও সাবেক সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ শাহজাহান আলী।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফেডারেশনের সিলেট জেলা দক্ষিণ সভাপতি মোঃ ফখরুল ইসলাম খান, মহানগর সহ সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি ফারুকুজ্জামান খান, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল জলিল এবং অফিস ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মারুফ প্রমূখ।
অনুষ্ঠানে ফেডারেশনের সিলেট মহানগর আওতাধিন বিভিন্ন থানা ও ২৭টি ট্রেড ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন। বিজ্ঞপ্তি