যুব জমিয়ত দক্ষিণ শাখার দায়িত্বশীল সভা
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৪:৪৭ অপরাহ্ন
যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার মাসিক দায়িত্বশীল সভা ও সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার বিকালে বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মনসুর আহমদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দীন, সিলেট মহানগর জমিয়তের সাবেক অর্থ সম্পাদক মাওলানা জাহিদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব জমিয়তের সহ সভাপতি মাওলানা এমাদ উদ্দীন সালিম, সহ সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সহ সভাপতি জামাল আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্বাস আল মাহমুদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জামিল আহমদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তথ্য ও গবেষণা সম্পাদক কামরুল ইসলাম, সৈয়দ কামরুল আহমদ, আব্দুস সাবুর, আব্দুল খালিক ও হাফিজ আবিদ আহমদ প্রমুখ।
পরিশেষে সংবর্ধিত অতিথিদ্বয়কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণ এর নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি