কানাডায় খন্দকার মুক্তাদির সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৮:২৩ অপরাহ্ন
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। সে হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। সেজন্য দেশের মানুষের বিএনপির প্রতি প্রত্যাশাও বেশি। আগামী দিনের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে বিভাজনের রাজনীতির কবর রচনা করতে হবে।
তিনি শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টায় কানাডা পশ্চিম বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কানাডা পশ্চিম বিএনপির সভাপতি খন্দকার আব্দুল আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমানের পরিচালনায় সংবর্ধনায় বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, কানাডা বিএনপি পশ্চিমের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী, কানাডা মহিলা দলের সভাপতি নাজমা হক, সাবেক ছাত্রনেতা মিসবাউল কাদির ফাহিম, মালিহা মনসুর, টরেন্টো সিটি বিএনপি সভাপতি মইন উদ্দিন চৌধুরী, অন্টারিও বিএনপি সভাপতি আবুল কালাম আজাদ, আলী হোসেন, ইমন চৌধুরী, ইঞ্জিনিয়ার আবু জহির, মোঃ সাকিব নাঈম চৌধুরী, মাসুক হোসেন খান, আহমদ হোসেন রনি, ডা. দেলোয়ার হোসেন, নাহিদ আহমদ, এস কে শহীদুজ্জামান খান, মোঃ ইকবাল হোসেন, ফয়জুল ইসলাম পীর, সুহেল আহমদ, রাশেদুজ্জামান রাহেল, এস তপন মাহমুদ প্রমুখ। কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ সানাউল্লাহ ও সংবর্ধনা শেষে মোনাজাত পরিচালনা করেন টরেন্টো সিটি বিএনপি সভাপতি মইন উদ্দিন চৌধুরী। বিজ্ঞপ্তি