জৈন্তায় গাড়ীসহ ভারতীয় কাপড় জব্ধ
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪১:৫০ অপরাহ্ন
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রীপিস, থান কাপড়সহ একটি পণ্যবাহী গাড়ী আটক করা হয়েছে।
অভিযানে নেতৃত্বদানকারী সেনাবাহিনীর ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আরিফুল হক জানান, শুক্রবার দরবস্ত চতুল রাস্তায় ভোর সাড়ে ৬টায় সেনাবাহিনীর টহলটিম বহনকারী গাড়ীটি দরবস্ত অভিমুখে যাত্রাকালীন সময়ে পিছন থেকে একটি কালো রংয়ের নাম্বারপ্লেট বিহীন ডিআই পিকআপ গাড়ী বেপরোয়া গতিতে সেনাবাহিনীর গাড়ীকে ওভারটেক করে। এতে করে টহলে থাকা সেনাবাহিনীর টিমের সন্দেহ হলে দ্রুত সেই ডিআই পিকআপের পিছু নেয় টহলটিম।
এক পর্যায়ে চোরাকারবারির দল সেনাবাহিনীর অভিযান নিশ্চিত জেনে দরবস্তের নয়াগাতি এলাকায় পৌঁছামাত্র চতুল সড়ক থেকে ডিআই গাড়ী নামিয়ে পার্শ্ববর্তী নদীর পাড়ে নিয়ে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে মডেল থানার উপ পরিদর্শক শংকর চন্দ্র দেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে গাড়ীসহ গাড়ীতে থাকা ভারতীয় কাপড়ের চালান জব্দ করে সেনাবাহিনীর সহায়তায় থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ভারতীয় কাপড়ের চালানে ৬২২ পিছ শাড়ী, ১৩২ পিছ থ্রী পিছ, ৬৪ পিছ থান কাপড় ও ৩৭৫ গজ থান কাপড় রয়েছে বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন, উক্ত ঘটনায় তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে জৈন্তাপুর থানা পুলিশ। এ ঘটনায় পিকআপটিও জব্দ করা হয়েছে।