প্রথমবার ছুটির দিনেও চললো মেট্রো রেল
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫৭:২২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : দেড় বছরের বেশি সময় ধরে চালু হওয়া মেট্রোরেল প্রথমবারে মতো ছুটির দিন শুক্রবারও চলাচল করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল থেকে চলছে মেট্রো। বিকেল সাড়ে ৩টায় উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায় মেট্রোরেল। এখন থেকে সপ্তাহের সাত দিনই মেট্রোরেল চলাচল করবে।
বৃহস্পতিবার মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রতি শুক্রবার বেলা সাড়ে তিনটায় উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে। আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বেলা ৩টা ৫০ মিনিটে। উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়, মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে। শুক্রবার ১২ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে।
মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালুর বিষয়ে মোহাম্মদ আবদুর রউফ বলেন, স্টেশনটি দ্রুত চালুর চেষ্টা চলছে। এছাড়া ওই স্টেশনের আইটেম অনুযায়ী কোনটির কতটুকু ক্ষতি হয়েছে, সেটা নির্ধারণে কাজ চলছে। এতে আরও সাত বা আট দিন সময় লাগতে পারে। প্রতিবেদন পাওয়ার পর দরপত্রে গেলে বোঝা যাবে, আর্থিক ক্ষতির পরিমাণ কত হয়েছে।
আধুনিক গণপরিবহনব্যবস্থা মেট্রোরেলের যুগে রাজধানী দেড় বছরের বেশি সময় আগেই প্রবেশ করেছে। এরপর থেকে ক্রমেই বাড়ছে এই গণপরিবহনটির কদর। প্রতিদিন কর্মস্থলে যেতে হাজার হাজার মানুষ মেট্রোরেল ব্যবহার করছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেট্রোরেলে চাহিদা।
কিন্তু শুরু থেকে মেট্রোরেল সপ্তাহের একটি দিনে অর্থাৎ শুক্রবার চলাচল করত না। তবে নগরবাসীর দাবি ছিল, প্রতিদিনই চলুক মেট্রোরেল। অন্তর্বর্তীকালীন সরকার জনসাধারণের চাহিদার কথা চিন্তা করে শুক্রবারও মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত নিলো।