সাবেক খতিব ফিরে আসাকে ঘিরে বায়তুল মোকাররমে উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৪, ৯:১৫:১১ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে থাকা সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমীনের ফিরে আসাকে ঘিরে বায়তুল মোকাররমে উত্তেজনা তৈরি হয়েছে। জুমার নামাজের আগে মিম্বর থেকে বয়ান করছিলেন নির্ধারিত খতিব ড. মো: আবু সালেহ পাটোয়ারী। এ সময় সাবেক খতিব মাওলানা রুহুল আমিন অনুসারীদের নিয়ে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা তাদের বাধা দেন। ফলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।
এ সময় একদল মুসল্লি নানা স্লোগান দিতে শুরু করেন। তখন বায়তুল মোকাররম এলাকায় থাকা পুলিশ সদস্যরা তাদের সরে যেতে বলেন। পরে খবর পেয়ে র্যাব ও সেনাবাহিনীও উপস্থিত হয়। সবাই মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।