ওসমানীনগরে বৈষম্যবিরোধী জাগরণী কবিতা উৎসব ও আলোচনা সভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০২৪, ৯:৪১:৩৯ অপরাহ্ন
সিলেটের ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘ওসমানীনগর সাংস্কৃতিক কেন্দ্র’ এর উদ্যোগে এক আলোচনা সভা ও ডাঃ ফয়জুর রহমান চৌধুরী সেলিমের বৈষম্যবিরোধী জাগরণী কবিতা উৎসব সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ শাহসিদ্দিক জামেয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয় হল রুমে আলোচনা সভা ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি রেজওয়ানুর রহমান চেীধুরী শাহীনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের সিলেট ব্যুরো প্রধান ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সেলিম আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক আব্দুল হাই মোশাহিদ। উপস্থিত ছিলেন বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সোহরাব আলী, ডাঃ মাশুকুর রহমান, সিলেট সাংস্কৃতিক সংসদের পরিচালক জাহেদুর রহমান চৌধুরী।
শিক্ষার্থী সৈয়দ তাহবীর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহসিদ্দিক জামেয়া উচ্চ বিদ্যালয়ের প্রিন্সিপাল শিকদার মোহাম্মদ কিবরীয়া। অনুষ্টানে ইসলামী সংগীত পরিবেশন করেন বিদ্যালয়ের শিক্ষক শিব্বির চৌধুরী।
বৈষম্য বিরোধী জাগরনী কবিতা উৎসব ও আলোচনা সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, ডাঃ ফয়জুর রহমান চৌধুরী সেলিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেলায়ত করিম সুজন ও বিদ্যালয়ের শিক্ষক আব্দুল আলিম প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের করনসী গ্রামের কৃতি সন্তান ডাঃ ফয়জুর রহমান চৌধুরী সেলিম জীবন জীবিকার সন্ধ্যানে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। সেখানে হাজারো কর্মব্যস্থার মাঝেও দেশ মাটির মানুষের ক্রান্তিলগ্নে কখন বসে থাকেন নি। সম্প্রতি দেশে স্বৈরশাসকের পতনে সুদুর যুক্তরাষ্ট্রে বসে বৈষম্যবিরোধী জাগরনী কবিতা লিখে দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিজ্ঞপ্তি