গোয়াইনঘাটে বজ্রপাতে ১ জনের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬:০২:০৯ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে বজ্রপাতে হতাহতের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর পৌণে একটায় বজ্রপাতে ভিত্রিখেল হাওর গ্রামের রাজ্জাক মিয়ার স্ত্রী রুকসানা বেগম (৪৭) বজ্রপাতে অজ্ঞান হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় বজ্রপাতে আহত হন নিয়াগোল গ্রামের আব্দুল করিমের ছেলে ইসমাইল আলী (১৮)। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
দুর্যোগ ও ত্রাণ শাখার কর্মকর্তা জানান- বিষয়টি শুনেছি, খবর নেয়া হচ্ছে। এসময় ঝড়ে ঘরবাড়ি রাস্তাঘাটে বাঁশ ও গাছপালা উপড়ে পড়ে যান ও জন চলাচলে বিঘ্ন ঘটে। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।