অবশেষে স্বস্তির বৃষ্টি
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৭:০১:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: তীব্র দাবদাহে পুড়িয়ে অবশেষে শনিবার স্বস্তির বৃষ্টিতে প্রশান্তি ফিরে এলো পূণ্যভূমি সিলেটে। সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল ১১ দশমিক ৬ মিলিমিটার। তবে অল্প এই বৃষ্টিই থামিয়ে দিলো ছত্রিশের উত্তাপ।
শনিবার সকাল থেকেই তীব্র গরমে নাজেহাল অবস্থা ছিল সিলেটবাসী। তবে দুপুরের পর থেকেই মেঘের আড়ালে ঢাকা পড়ে সূর্য। বেলা সাড়ে বারোটা থেকেই ধীরে ধীরে হাওয়া বইতে থাকে। দুপুর ১টার দিকে শুরু হয় প্রচন্ড ঝড়ো হাওয়া। কিছুক্ষণ পরই শুর হয় বৃষ্টি। নিমিষে টানা কয়েকদিনের উত্তপ্ত ধরা সিক্ত হয়ে যায়। তীব্র গরম থেকে পরিত্রাণ পেয়ে আনন্দে নেচে ওঠে সবার তনুমন।
হঠাৎ এই বৃষ্টি ও বাতাসে ঘরের বাইরে থাকা লোকজন আশপাশের দোকানে ও বিপনী বিতানে আশ্রয় নেন। অনেকে হাত বাড়িয়ে সেই বৃষ্টি এনে মুখে ঝপটা দেন। বাসা-বাড়িতে ছেলে বুড়ো অনেকেই উঠোনে-ছাদে বৃষ্টিতে ভিজে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এরআগে টানা কয়েকদিনের তীব্র গরমে-তাপপ্রবাহে নাভিশ্বাস উঠে জনজীবনে, রেকর্ড হয় বছরে সর্বোচ্চ তাপমাত্রার। শুধু যে অসহনীয় গরম আবহাওয়া তাই নয়, এ সময় কয়েকটি জীবাণু সক্রিয় হয়ে থাকে বলে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। ইতোমধ্যে হাসপাতালগুলোতে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বেড়ে যেতে শুরু করেছে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসার মানুষের ভিড়ও বাড়ে। এরসাথে শুরু ছিল বিদ্যুতের মাত্রাতিরিক্ত লোডশেডিং। সব মিলিয়ে বিগত কয়েকদিনে সিলেটবাসীর দুর্ভোগ ছিল অবর্ণনীয়।