দক্ষিণ সুরমায় মাইক্রোর উপর গাছ পড়ে আহত ৪
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৮:৩২ অপরাহ্ন
দক্ষিণ সুরমা সংবাদদাতা : দক্ষিণ সুরমার তেতলী দারোগা বাড়ি এলাকার পাশে সিলেট-ঢাকা মহাসড়কে চলন্ত মাইক্রোবাসের উপরে একটি বড় গাছ উপড়ে পড়ে ৪ যাত্রী আহত হয়েছেন।শনিবার দুপুর ১টার দিকে প্রচন্ড ঝড়ের সময় সিলেটগামী মাইক্রোবাসের উপর গাছটি উপড়ে পড়ে যায়। এ সময় সিলেট-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে গাছ কেটে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল হোসেন জানান বলেন- দুর্ঘটনায় ৪ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস টিম গাছ কেটে সরিয়ে যাত্রী ও গাড়ি উদ্ধার করেছে।