দুর্নীতি মুক্তকরণ ফোরামের বিবৃতি
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৭:৪৪ অপরাহ্ন
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এডভোকেট, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একই দিনে দু’জনকে পিটিয়ে হত্যা, খাগড়াছড়িতে পাহাড়ে অপাহাড়ীদের সাথে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। তারা বলেন, ৫ আগস্টের অভূতপূর্ব গণঅভ্যুত্থানের পর গণমাধ্যমে প্রকাশ একটি বিশেষ রাজনৈতিক মহলের নেতাকর্মী এবং দুর্বৃত্ত, সুযোগ সন্ধানীরা যেভাবে বিভিন্ন স্থাপনা দখল, লুটপাট, সরকারি অফিস আদালতে কর্তৃত্ব স্থাপন, চাঁদাবাজিসহ বিভিন্ন কুকর্মে জড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় মুভ জাস্টিস, মুভ ট্রায়াল শুরু বলে মনে করেন সচেতন নাগরিকরা। এই ধরনের জঘন্য কর্মকা- গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।
শীর্ষ দুর্নীতিবাজ, ঋণখেলাপি, অর্থপাচারকারীদের অন্যতম সঙ্গী এই লাঠিয়াল দৃর্বৃত্তরা ৫ আগস্টের অভূতপূর্ব গণঅভ্যুত্থানকে আরো প্রশ্নবিদ্ধ করার একটি মহাচক্রান্তে লিপ্ত আছে কি না তা খতিয়ে দেখা জরুরী।
নেতৃবৃন্দ ছাত্র-জনতা, সমন্বয়ক ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোকে এই বিষয়ে সর্তক দৃষ্টি রাখার জন্য আকুল আহ্বান জানান। বিজ্ঞপ্তি