কেমুসাসের সীরাত প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৪:৫৮ অপরাহ্ন
মাহে রবিউল আউয়াল উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নাতে রাসূল (সা.), ক্বেরাত, রচনা ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শনিবার কেমুসাসের সীরাত প্রতিযোগিতায় ৪টি বিষয়ে ১১টি গ্রুপে সিলেটের বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ও মাদরাসার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সীরাত উপকমিটির আহ্বায়ক অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রবন্ধিক মো. জাহেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সীরাত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মাহবুবে এলাহী, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কোষাধ্যক্ষ অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, কার্যকরী কমিটির সদস্য কামরুল আলম। এছাড়া প্রতিযোগিতার বিভিন্ন বিষয়ের বিচারক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আগামী ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় সীরাত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হবে। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে সনদপত্র ও বুকলেট প্রদান করা হবে। বিজ্ঞপ্তি