ছাত্র জমিয়তের প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৬:২৯ অপরাহ্ন
ছাত্র জমিয়ত দক্ষিণ সুরমা উপজেলা ও রেঙ্গা শাখার যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় মোগলাবাজারস্থ একটি রেষ্টুরেন্টে উভয় শাখার যৌথ এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রেঙ্গা শাখার সভাপতি জুবায়ের আহমেদ ও দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি শফিউল আলম তুহিনের সভাপতিত্বে এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ মাহের ও রেঙ্গা শাখার সহ-সভাপতি তাজুল ইসলাম হানাফীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়ত উলামায়ে ইসলাম দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলাম।
বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, উপজেলা জমিয়তের সহ-প্রচার সম্পাদক মাওলানা আযাদ আহমদ। প্রশিক্ষণ প্রদান করেন-ছাত্র জমিয়ত সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ লুকমান হাকিম, ছাত্র জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নোমান। বিজ্ঞপ্তি।