উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে : মৌলভীবাজার জেলা প্রশাসক
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৭:৫৮:১৯ অপরাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, এবারের দুর্গাপূজা অন্যান্য বছরের তুলনায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে জেলা প্রশাসন থেকে নিরাপত্তাসহ সার্বিক সহযোগিতা করা হবে।
শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কমলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বিভিন্ন দপ্তরের প্রধানদের উদ্দেশ্যে বলেন- কোন ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবেনা। দায়িত্ব পালনকে এবাদত ও সেবা মনে করে কাজ করতে হবে। জেলা প্রশাসক বক্তব্যের শুরুতে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ছাত্র-জনতার রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুস সালাম, কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামীম আখঞ্জি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম মাহবুবুল আলম ভূইয়া, উপজেলা প্রকৌশলী সাইফুল আজম, কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, বৃহত্তর সিলেট আধিবাসী ফোরামের কো-চেয়ারপার্সন ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিশন প্রধান সুচিয়াং, মণিপুরী সমাজ কল্যাণ সমিতির সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ, মণিপুরী মুসলিম সমাজের নেতা শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, প্রধান শিক্ষক বিলকিস বেগম, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, গঞ্জু সম্প্রদায়ের লিটন গঞ্জুসহ বিভিন্ন জাতী গোষ্ঠির প্রধিনিধিগণ বক্তব্য দেন।
পরে উপজেলা কৃষি অধিদপ্তরের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিভিন্ন প্রজাতির সবজী বীজ বিতরণ করেন জেলা প্রশাসক ইসরাইল হোসেন।