শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই: আতিকুর রহমান
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৮:০২:৪৭ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান বলেছেন- শ্রমিকের ঘাম ও রক্তে দেশের অর্থনীতির চাকা সচল হলেও সেই শ্রমিকরাই আজ সবচেয়ে লাঞ্ছিত ও বঞ্চিত জনগোষ্ঠী। এর মূল কারণ সমাজ ও রাষ্ট্রে ইনসাফের অনুপস্থিতি। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইনসাফভিত্তিক সমাজ ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। এজন্য শ্রমিক সমাজকে ঐক্যবদ্ধ করে তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
তিনি শুক্রবার রাতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর কার্যকরী পরিষদের অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজুর সভাপতিত্বে, সেক্রেটারী মিয়া মোহাম্মদ রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সিলেট অঞ্চল পরিচালক মাওলানা সোহেল আহমদ।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ফেডারেশনের সিলেট জেলা দক্ষিণ সভাপতি মোঃ ফখরুল ইসলাম খান, মহানগর সহ সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সহ-সভাপতি ফারুকুজ্জামান খান, সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর, আক্কাস আলী, প্রচার ও ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল জলিল এবং অফিস ও প্রশিক্ষণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম মারুফ, ট্রেড ইউনিয়ন থানা-১ এর সাধারণ সম্পাদক মুহিবুর রহমান শামীম, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সাধারণ সম্পাদক সোহেল আহমদ হাওলাদার, শাহপরান থানা পূর্ব সাধারণ সম্পাদক আকবর আলী, কোতোয়ালি থানা পূর্ব সভাপতি আব্দুস সাত্তার মুন্না, সাধারণ সম্পাদক হাসান আহমদ, কোতোয়ালি থানা পশ্চিম সহ-সভাপতি জাবেদুর রহমান জাবেদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, বিমানবন্দর থানা সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ, জালালাবাদ থানা সাধারণ সম্পাদক মেহেদী হাসান সোহেল, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সহ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়ন সভাপতি রুস্তম আলম কুদ্দুস, জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবুবকর, মহানগর দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক শিবলুর রহমান শিপু, মহানগর চারকয়েল শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ হোসেন আহমদ, সিলেট সদর অটো রাইস মিল ড্রাইভার শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল বারী, শাহপরান থানা ঠেলাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোক্তার হোসেন, শাহপরান থানা লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সিলেট সদর সিএনজি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি শওকত হোসেন জিম্মাদার, সিলেট মটর গ্যারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মুজিবুর রহমান, সিলেট মহানগর হোটেল শ্রমিক ইউনিয়ন এর সভাপতি বেলাল আহমদ, দক্ষিণ সুরমা থানা নির্মাণ শ্রমিক ইউনিয়ন সভাপতি বেলাল আহমদ, দক্ষিণ সুরমা থানা রিক্সা ও রিক্সাভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুল ইসলাম ও সিলেট সদর দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুবেল আহমদ প্রমূখ। বিজ্ঞপ্তি