সরকারকে বেকায়দায় ফেলতে পাহাড়ে সংঘর্ষ: ফখরুল
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৯:০২:৩২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক: পার্বত্য চট্টগ্রামে সংঘর্ষের ঘটনা অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলার প্রক্রিয়া বলে মনে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলন, পার্বত্য চট্টগ্রামের ঘটনায় অনেকে সুযোগ নিচ্ছে। এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করেন না তিনি। শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কথা বলেন তিনি।
এদিকে, পার্বত্য চট্টগ্রামে সংঘাতময় পরিস্থিতিতে কারফিউ দেয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিয়ে তিনি ‘যাদেরকে চেনেন’ তাদের সঙ্গে কথাও বলেছেন। প্রশাসন সেই ‘পরামর্শ’ না মেনে ১৪৪ ধারা দেয়ায় তিনি হতাশ হয়েছেন। তিনি বলেছেন, কারফিউ দিতে দেরি হওয়াতে ক্ষতি হচ্ছে।
ফখরুল বলেন, আমাকে আমাদের দলে যিনি প্রেসিডেন্ট ছিলেন (রাঙামাটি বিএনপির শাখা) দীপেন দেওয়ান, উনি আগে এমপি প্রার্থী ছিলেন, তিনি আমাকে ফোন করে বললেন যে, ‘স্যার ইমিডিয়েটলি কারফিউ দিতে বলেন, কারফিউ ছাড়া একে নিয়ন্ত্রণ করা যাবে না।’
তিনি বলেন, এ বিষয়টি নিয়ে যাদেরকে চিনি তাদের জানিয়েছি, পরে কারফিউ হয়নি। ১৪৪ ধারা দিয়ে চেষ্টা করা হয়েছে। ঠিক ইফেকটিভলি কন্ট্রোল তারা করতে পারেনি। এর মধ্যে এটা (সংঘাত) বিস্তার লাভ করেছে। এই যে দেরি হচ্ছে, এই দেরিটা কিন্তু ক্ষতির ব্যাপার হচ্ছে।