জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজে সীরাত মাহফিল
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৯:১১:৩৩ অপরাহ্ন
জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজে পবিত্র সীরাতুন নবী (স.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার কলেজ হলরুমে মহানবী (সা.) এর জীবনী নিয়ে এক আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সীরাত পাঠ ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ প্রিন্সিপাল প্রফেসর ড. মোঃ হাসমত উল্লাহ।
সহকারী অধ্যাপক ছায়েম আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন ইস্ট লন্ডন ইউকে’র নিউহাম বারার স্পীকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাজির আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদ-। জাতির মেরুদন্ড বিনির্মানকারী শিক্ষকদের প্রশিক্ষণ ডিগ্রী অর্জনে সিলেট বিভাগে প্রধান ভূমিকা পালনকারী জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজকে এ বিভাগের গর্ব হিসাবে উল্লেখ করেন তিনি। সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ বলেন, যুক্তরাজ্যে শিক্ষকদের যে বেতন ভাতাদি দেয়া হয়, তা দিয়ে একজন শিক্ষক গাড়ি, বাড়ি কেনাসহ স্বাচ্ছন্দে জীবনযাপন করতে পারেন। বাংলাদেশে সমাজ ও জাতি গঠনে এখানকার শিক্ষকদের জীবনমান ও প্রশিক্ষণ উন্নত করতে পারলে দেশও উন্নতির উচ্চ শিখরে আরোহন করতে সক্ষম বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ মহানবী (সঃ) কে একমাত্র আদর্শ ও আল্লাহ মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম উল্লেখ করে তিনি প্রশিক্ষণার্থী শিক্ষক শিক্ষিকাবৃন্দকে রাসুলের আদর্শ অনুসরণের উদাত্ত আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মনাক্কা আখতার চৌধুরী, সহকারী অধ্যাপক সুলায়মান চৌধুরী, আব্দুস শাকুর, মো. আব্দুর রাজ্জাক, প্রভাষক মো. মর্তুজ আলীসহ কলেজের ২৫তম ব্যাচের প্রশিক্ষণার্থীবৃন্দ। অনুষ্ঠানে ব্যারিস্টার নাজির আহমদকে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সীরাতুন্নবী (সা.) উপলক্ষে প্রতিযোগিতায় সীরাত পাঠে নূর আলম ১ম, শিহাব উদ্দিন ২য়, মো. জয়নাল আবেদীন ৩য়, বক্তৃতা প্রতিযোগিতায় শিহাব উদ্দিন ১ম, মো. জয়নাল আবেদীন ২য় ও শাহীন মিয়া ৩য় হয়েছেন। প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। বিজ্ঞপ্তি