নিখোঁজের একদিন পর বিলে ভেসে উঠলো শিশুর লাশ
প্রকাশিত হয়েছে : ২১ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৮:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের দক্ষিণ সুরমায় নিখোঁজের একদিন পর মো. তাহমিদ হোসেন তান্না (১০) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু দক্ষিণ সুনামগঞ্জের মৃত শাহরিয়ার হোসেনের ছেলে। সে উপজেলার রশিদপুরে একটি বিলের পানিতে পড়ে মারা যায়।
দক্ষিণ সুরমার রশিদপুর ও নাজিরবাজারের মধ্যবর্তী কুতুবপুরে একটি বাসায় মামা ও নানির সঙ্গে থাকতো। তার মা দ্বিতীয় বিয়ে করে ভারতের বর্তমানে কলকাতায় বসবাস করছেন। তাহমিদ স্থানীয় একটি মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে তাহমিদের মামা রশিদপুরের পার্শ্ববর্তী বিলে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর তাহমিদ নানির কাছে বায়না ধরে, সেও মামার কাছে গিয়ে মাছ ধরবে। পরে সে মামার কাছে যাওয়ার জন্য রওয়ানা হলেও সাঁতার না জানার কারণে পথিমধ্যে পানিতে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরে বিকালে ও সন্ধ্যায় অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই বিলে তাহমিদের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনালে গিয়ে মরদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে দক্ষিণ সুরমা থানার ওসি আবুল হোসেন বলেন, শিশুটির মা দ্বিতীয় বিয়ে করে কলকাতায় থাকেন। তার সঙ্গে যোগাযোগ হয়েছে। তিনি আসছেন। আসলে ময়নাতদন্ত হবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত হবে। বর্তমানে মরদেহ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।