ছাতকে যুবদল নেতার সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬:৩৮:৩৮ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, বিএনপি একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত দল। ছাতক-দোয়ারাবাজারেও এই দল ও অংঙ্গ সংগঠনের অবস্থান অত্যন্ত মজবুত।
যুবদল নেতা ইকবাল হোসেন ঝুনু’র বিদেশ গমন উপলক্ষে গোবিন্দগঞ্জ আঞ্চলিক বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় মাহবুব কমিউনিটি সেন্টারে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমীনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এমরান ও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুর রহমান ইমনের পরিচালনায় বিদায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাহিদ আলী, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মনজ্জির আলী সুজন, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামছুর রহমান শামছু, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সামসুর রহমান বাবুল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোনাজ্জির আলী, সহ সভাপতি বাকী বিল্লাহ ও সংবর্ধিত অতিথি ইকবাল হোসেন ঝুনু।