বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ৯ লাখ টাকা বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৫:৪১ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে সাম্প্রতিক সময়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০টি পরিবারকে নগদ ১০ হাজার টাকা করে ৪০ লাখ টাকা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট (বিপিইটি) ইউকে। শনিবার উপজেলার দৌলতপুর ও দশঘর ইউনিয়নে দুটি পৃথক অনুষ্ঠানে মোট ৯০টি পরিবারের মধ্যে প্রথম দফায় নগদ ৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে।নদগ টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যবসায়ী গোলজার খান।
দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিষদের চেয়ারম্যান হাফিজ মো. আরব খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ৪০টি পরিবারের মধ্যে নগদ ১০ হাজার টাকা করে ৪ লাখ টাকা বিতরণ করা হয়। ইউপি সদস্য সফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট (বিপিইটি) ইউকের ট্রাস্টি সাইদুর রহমান, আব্দুল হামিদ টিপু, মোমিন খান মুন্না, যুক্তরাজ্য প্রবাসী শানুর আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাধারণ সম্পাদক নবীন সুহেল, দশপাইকা মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার লুৎফুর রহমান, সমাজকর্মী ইসমাঈল খান, কয়েছ শিকদার, আলী বাহার, ইসলাম খান, ইউপি সদস্য লুৎফুর রহমান, গোলাম হোসেন, জামাল উদ্দিন, কামাল উদ্দিন, নূর উদ্দিন, আরশ আলী, আজাদুর রহমান, ইব্রাহিম আলী, মিনারা বেগম, শামীমা বেগম, শরিফা বেগম, সংগঠক আবু তাহের মিছবা, রমজান আলী।
এদিকে, বিকেলে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের পক্ষ থেকে দশঘর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ জনের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। দশঘর ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খানের সভাপতিত্বে ও সংগঠক নকুল বৈদ্য’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট (বিপিইটি) ইউকে সাধারণ সম্পাদক গোলজার খান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠক আমজাদ হোসেন।