লিডিং ইউনিভার্সিটিতে ইন্টার ক্লাব ফুটসাল টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭:২৯:৪৮ অপরাহ্ন
লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের আয়োজনে এল ইউ ইন্টার-ক্লাব ফুটসাল টুর্নামেন্ট উদ্বোধন করেছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাগীব আলী।রোববার সকাল ১১টায় এ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করে প্রধান অতিথির বক্তব্যে রাগীব আলী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে হবে, যার মাধ্যমে জ্ঞানার্জন এবং লিডারশিপ কোয়ালিটি তৈরি হবে।
লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের উপদেষ্টা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন রুমেল এম.এস. রহমান পীর, পরিচালক (অর্থ ও হিসাব ) মোহাম্মদ কবির আহমেদ এবং ইউনি ক্যাম্পাস এর পরিচালক ফেরদৌস আহমেদ। স্বাগত বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাবের সহ-উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকার।
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. আসিফুর রহমান দিপু এবং ইলেকট্রিকেল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সৈয়দা ছালছাবিল ইসলাম আরিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমান, ডেপুটি রেজিস্ট্রার (এডমিশন) প্রফেসর কবির আহমেদ, বিভিন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব উপদেষ্টা এবং ক্লাব সদসবৃন্দ। বিজ্ঞপ্তি