সুনামগঞ্জে জমিয়তের গণসমাবেশ সফলে মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৪:৫০ অপরাহ্ন
জমিয়তে উলামায়ে ইসলাম সুনামগঞ্জ জেলা জমিয়তের উদ্যোগে ২৬ সেপ্টেম্বর গণসমাবেশ সফলের লক্ষে সিলেটে অবস্থানরত সুনামগঞ্জের জমিয়ত দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মাওলানা সাজিদুর রহমান সাজিদ এর সভাপতিত্বে ও মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সুনামগঞ্জ জেলা জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জমিয়ত নেতা শায়খুল হাদীস মাওলানা এহতেশামুল হক কাসেমী, মাওলানা মুতিউর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা শ্রমিক জমিয়তের আহ্বায়ক মাহমুদুল হাসান, সাবেক ছাত্রনেতা কে এম ফয়েজ, যুব জমিয়তের কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম, সিলেট মহানগর যুব জমিয়তের সহ সাধারণ ফরহাদ কোরেশি, অর্থ সম্পাদক মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সভাপতি সুহাইল আহনদ ইয়াহইয়া, সাবেক ছাত্রনেতা নোমান সালেহ, মহানগর ছাত্র জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সমাজ সেবা সম্পাদক এম শাকির আলম, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, ছাত্র জমিয়ত নেতা মীর আইনুল হক ও সদস্য সৈয়দ আবিদ প্রমূখ। বিজ্ঞপ্তি।