সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৬:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে পদযাত্রা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।সুনামগঞ্জ সহকারি প্রাথমিক শিক্ষকবৃন্দের ব্যানারে রোববার দুপুর ১২ টায় সুনামগঞ্জ প্রাইমারি টিচার ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের করে সুনামগঞ্জ সিলেট সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকবৃন্দ। বক্তারা শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করে সকল সহকারি প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করতে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা সহকারি শিক্ষক সমিতি মো. হারুনুর রশীদ, শিক্ষক নেতা বাদল চন্দ্র তালুকদার, সারজিনা আক্তার, জিনাতারা পপি, ইজ্জত আলী, সাকিব, বিপ্লব মিয়া, উৎফল চৌধুরী, আবু তাহের রাজিব দাশ প্রমুখ।