জামায়াত ক্ষমতায় গেলে কেউ আর গরীব থাকবেনা : সেলিম উদ্দিন
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৮:২৭ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী, শ্রমিক ও দিনমজুর। বিগত দিন কোন সরকার তাদের কষ্ট বুঝেনি। জাপানে শ্রমিকদের মর্যাদা সবচেয়ে বেশি। তাদের শ্রমিকরা এক থেকে দুই লক্ষ টাকা বেতন পেয়ে তারা উন্নত জীবন যাপন করে। জাপান যদি শ্রমিকদের এত মূল্যায়ন করতে পারে বাংলাদেশ মুসলিম দেশ হয়েও কেন শ্রমিকদের মূল্যায়ন করেনা। এ দেশে যে দলই ক্ষমতায় গিয়েছে, দেশ শাসন করেছে- শ্রমজীবী মানুষদের কথা চিন্তা করেনি। তারা তাদের নিজেদের পকেট গরম করেছে, নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে।
জামায়াতে ইসলামী ক্ষমতায় না গিয়েও এই দেশে ব্যাংক, বীমা, হাসপাতাল, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তৈরী করেছে। এসব প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান হয়েছে। মানুষের বিপদে ও দেশের ক্রান্তিলগ্নে সবার আগে জামায়াতে ইসলামী এগিয়ে আসে। এদেশে ক্ষমতায় না গিয়েও যদি জামায়াতে ইসলামী এত কিছু করতে পারে তাহলে ক্ষমতায় গেলে জামায়াত এদেশের মানুষের জন্য কি করবে? এর উত্তর আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম। জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে এ দেশে আর কেউ গরীব থাকবেনা।
রোববার সকাল ১০টায় গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নে উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে সভা ও দোয়া মাহফিল এবং আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা জমির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল আজিজ জামালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর মাওলানা আব্দুর হান্নান, এসিসট্যান্ট সেক্রেটারি সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ নাজমুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেহান উদ্দিন রায়হান, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহীম, উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য রাসেল আহমদ।