জগন্নাথপুরে চৌধুরী বাড়ি ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪৯:৩৭ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির পাকা বসতঘর এক্সেভেটর মেশিন দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার দুপুরে স্থানীয় শিবগঞ্জ বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন মরহুম শাহ নেওয়াজ চৌধুরীর স্ত্রী সুহেনা আক্তার চৌধুরী, ছবির মিয়া, মিজানুল হক, খলিল মিয়া চৌধুরী, লুবন মিয়া চৌধুরী, রিজু মিয়া, সুহেল মিয়া, পবিন্দ্র দাস প্রমূখ।
প্রসঙ্গত-গত ৩ সেপ্টেম্বর দিনদুপুরে শাহ নেওয়াজ চৌধুরীর স্ত্রী সুহেনা আক্তার চৌধুরীকে মারাপিট করে ঘরের মালামাল লুট করে নিয়ে এক্সেভেটর মেশিন দিয়ে পাকা বসত ঘরটি সম্পূর্ণ ভেঙে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় ভূক্তভোগী সুহেনা আক্তার চৌধুরী বাদী হয়ে প্রতিপক্ষের আফাজ চৌধুরী, এনামুল হক, রাজিব চৌধুরী, রাহিম চৌধুরী, নুর হেকিম, ইউছুফ মিয়া, দিলফর মিয়া, সাইফুল মিয়া, আলাল মিয়া, হাছন, আবুল মনসুর ওরফে মোর্শেদ সহ ১১ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।