এমসি কলেজ ছাত্রদলের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৮:৩৩:০৫ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে এমসি কলেজে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকাল ১০ টায় এমসি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের জারুলতলায় দিনব্যাপী এই রক্তদান কর্মসূচি চলে। এতে ৩ শতাধিকেরও বেশি শিক্ষার্থী বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় করেন ও ৩০ ব্যাগ রক্ত স্বেচ্ছায় দান করেন।
এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খান মোহাম্মদ ছামি ও রাজিব হোসাইনের যৌথ সঞ্চালনায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম।
এসময় আরো উপস্থিত ছিলেন- মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকিরুল ইসলাম চৌধুরী জিসান, কৃষি বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম, এমসি কলেজ ছাত্রদল নেতা জিহাদুল ইসলাম, কাওসার আহমদ, শোভন আবিদ, নুরুল ইসলাম রাহাত, এমসি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির হোসাইন, যুগ্ম আহবায়ক হাফিজ আহমদ সুজন, সদস্য জাকির হোসেন চৌধুরী ও ছাত্রদল নেতা আলী হোসেন, সুনাম শ্যাম, মারজান আহমদ, শেখ পলাশ আহমদ, নাহিয়ান জালাল, সাঈদ আহমদ, শামসুজ্জামান দিপন, রনি আহমদ রানা, জুয়েল মাহমুদ, জাহাঙ্গীর আলম, কিবরিয়া আহমদ সামি, মোস্তফা কামাল, আমিনুর রহমান ইয়াহিয়া, সেলিম উদ্দিন, ইয়াছিন আরাফাত, তালুকদার এসএইচ কিবরিয়া, আলী আকবর, আবিদুর রহমান, সোহাগ আলম, কাওসার আলম, আমিনুল ইসলাম, রেদওয়ান আহমদ, জুম্মান আহমদ, সাকিব আহমদ, সোহেল আহমদ, মাহদি হাসান, শফিউল ইসলাম, হোসাইন আহমদ মিছবাহ, আহমদ আল মারওয়ান, মাসুদ আহমদ পরশ, আলি হোসেন ও আশরাফুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি