করিমউল্লাহ মার্কেট মালিকপক্ষের বিরুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীর অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪২:৫৪ অপরাহ্ন
নগরীর বন্দরবাজারের ব্যস্ততম করিমউল্লাহ মার্কেটের মালিক পক্ষের বিরুদ্ধে দোকান দখলের অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী এক দোকানমালিক। শহরতলীর দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহর গ্রামের মরহুম মো. তহুর আলীর ছেলে মো. আমিরুল ইসলাম নজমুল নামে এই প্রবাসী সিলেটে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মার্কেটের দ্বিতীয় তলায় ১০৪.৫২ স্কয়ার ফিটের ৩৪ নম্বর দোকান প্রসঙ্গে এই অভিযাগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দোকান স্থায়ী বন্দোবস্ত পাওয়ার পর আমি তাদেরই মনোনীত একজনকে ভাড়া দেই এবং মালিকপক্ষকে নিয়মিতই জমিদারি ভাড়া দিয়ে আসছিলাম। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর দোকানের পূর্ববর্তী ভাড়াটিয়াকে বের করে ১ অক্টোবর থেকে দিলদার নামের এক ব্যক্তিকে নতুন করে ভাড়া দেওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেন মালিকপক্ষ। নতুন ভাড়াটিয়াকে দোকান বুঝিয়ে দেওয়ায় ৫ দিনের মাথায় অর্থাৎ ৫ অক্টোবর আমার দেওয়া ভাড়াটিয়াকে বের করে দিয়ে মালিক পক্ষের ছানা উল্লাহ ফাহিম আমার দোকানে তালা দেন। পরদিন ৬ অক্টোবর মার্কেটের অফিসে গিয়ে ছানাউল্লাহ ফাহিমের সাথে দেখা করে দোকানে তালা দেওয়ার কারণ জানতে চাইলে তিনি আমাকে ডিফোল্ডার উল্লেখ করে নিয়মিত জামিদারি ভাড়া পরিশোধ না করার অভিযোগ তুলেন। নিয়মিত জমিদারি ভাড়া প্রদানের রশিদ প্রদর্শন করায় ছানাউল্লাহ ফাহিম ক্ষিপ্ত হয়ে নানা ভয়ভীতি দেখান। এরপর তারা তাদের মনোনীত এক আওয়ামীলীগ নেতাকে ভাড়াটিয়া বানিয়ে দোকান দখলে রেখেছেন। মাঝে সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদের মধ্যস্থতায় মার্কেট কর্তৃপক্ষের সাথে বসা হলে আজাদুর রহমান দোকানের মায়া ছেড়ে নামমাত্র মূল্য নিয়ে সরে যেতে পরামর্শ দেন। তবে প্রবাসী নাজমুল এতে রাজি হননি। তাই তিনি বর্তমানে নিজের মালিকানাধীন দোকানের দখল ও ক্ষতিপূরণ পেতে তিনি প্রশাসন ও বর্তমান সরকারের উধ্বর্তন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। বিজ্ঞপ্তি