কুলাউড়ায় বালিকা স্কুলের প্রধান শিক্ষকের মাতৃবিয়োগ
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৮:৪৩:৩৬ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের মা জমিরুননেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর।
জানা গেছে, দীর্ঘদিন ধরে জমিরুননেছা বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কাদিপুর ইউনিয়নের কৌলারশী নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কৌলারশী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানান তাঁর ছেলে প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন।