সিলেটে বিষ্ফোরক মামলায় বিএনপির ৩১ নেতাকর্মী খালাস
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২৪, ৯:১১:০৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে ২০১৫ সালে দায়ের করা একটি রাজনৈতিক মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপি ও অঙ্গ-সংঠনের ৩১ জন নেতাকর্মী। রোববার দুপুরে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজেস্ট্রট ১ম আদালতের বিজ্ঞ বিচার সুমন ভুঁইয়া একটি রায়ে বিএনপি নেতাকর্মীদের বেকসুর খালাস প্রদান করেন। এতথ্যটি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী টিমের সদস্য অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি।
খালাস পাওয়া নেতৃবৃন্দের মধ্যে- সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামছুজ্জামান জামান, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর বিএনপি নেতা রেজাউল করিম নাচনসহ অঙ্গ-সংগঠনের ৩১ নেতাকর্মী রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালে দেশব্যাপী বিএনপির অবরোধ আন্দোলন চলাকালে এসএমপির কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেছিল।
রায়ের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে আসামীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি বলেন, শুধুমাত্র রাজনৈতিক কারণে এই মামলাটি দায়ের করা হয়েছিল। এই মামলায় নিরীহ নেতাকর্মীগণ কারাবরণসহ নানাভাবে হয়রানীর শিকার হয়েছেন। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিবাদের পতন নিশ্চিত হওয়ায় আসামীপক্ষ ন্যায় বিচার পেয়েছেন।