সাবেক মন্ত্রী মান্নানের শাস্তি দাবিতে বিএনপির অবস্থান কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৫:৪০:১২ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি।সোমবার সকাল ১০ টা থেকে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই অবস্থান কর্মসূচী পালন করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শান্তিগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রওশন খাঁন সাগরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন।
বক্তব্যে আনছার উদ্দিন বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগের লুটপাট আর সন্ত্রাসের শাসনামলে এম এ মান্নান ছিলেন সেই সরকারের মন্ত্রী। তাঁর মাধ্যমেই সকল লুটপাটের প্রকল্প গ্রহণ করা হতো। তিনি ফ্যাসিবাদের দোসর। তিনি একজন মামলাবাজ মন্ত্রী ছিলেন। তিনি মন্ত্রী থাকাকালীন আমিসহ শান্তিগঞ্জ উপজেলা বিএনপি পরিবারের কোনো নেতাকর্মী শান্তিতে বাড়িতে বসবাস করতে পারেননি। একটার পর একটা হয়রানিমূলক মামলায় আমাদের গ্রেপ্তারের নামে লাঞ্ছিত করেছেন। তাঁর ডানে-বামে লুটপাটকারীদের বসিয়ে রেখে শান্তিগঞ্জে উন্নয়নের নামে লুটপাট করিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তিনি ৩১ জুলাই এবং ৪ আগস্ট উপস্থিত থেকে ছাত্র-জনতার আন্দোলনকে নৈরাজ্য আখ্যা দিয়ে লিফলেট বিতরণ ও মিছিল করেছেন। তিনি ৪ আগস্ট সুনামগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে গুলি-হামলার নির্দেশদাতা হিসেবে মামলার আসামী হয়ে যখন জেলহাজতে তখন আওয়ামী লীগের কিছু দোসর শান্তিগঞ্জকে অশান্ত করার চেষ্টা করছে। এইসব দোসরদের স্পষ্টভাবে বলতে চাই শান্তিগঞ্জে গোপালগঞ্জের মত অশান্ত করার ব্যর্থ অপচেষ্টা করবেন না। এমন অপচেষ্টা করলে বিএনপি পরিবার শক্তহাতে এদের প্রতিহত করবে।’
অবস্থান কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুর রহমান, ইলিয়াস মিয়া, সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক আমিনুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মুরাদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনজিৎ সুত্রধর, যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান, উপজেলা যুবদলের জিলানী মিয়া, মনোয়ার হোসেন মিন্টু, শহিদুল ইসলাম মুন্সি, ফরিদ আহমদ, যুবদল নেতা ফরিদ গাজি, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন মিয়া, সাধারণ সম্পাদক মাষ্টার শফিকুল ইসলাম, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদ প্রমূখ।
এ সময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, উলামা দল, তরুণ প্রজন্মদল সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।