কুলাউড়ায় জাপার আহবায়ক কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫৭:১৫ অপরাহ্ন
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় পার্টির (কাজী জাফর) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে কমিটির গঠনের লক্ষে শহরের অভিজাত এক রেস্টুরেন্টে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির প্রবীণ নেতা আফতাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নবাব আলী আব্বাস খাঁন।পার্টির সাবেক সাধারণ সম্পাদক ফজলে মাওলা চৌধুরী ফুয়াদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টির নেতা আব্দুর রহমান, আব্দুল আহাদ, সাইদুর রহমান পাখি মেম্বার, আব্দুল কাদির পাকুল, সিদ্দিকুর রহমান চৌধুরী নামু, শাহাজান চৌধুরী ও সৈয়দ দিদারুল আলম দিদার মেম্বার প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে জদিদ হায়দার চৌধুরীকে আহবায়ক, আফতাব উদ্দিন আহমেদকে যুগ্ম আহবায়ক ও ফজলে মাওলা চৌধুরী ফুয়াদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আগামী ৯০ দিনের মধ্যে ইউনিয়ন কমিটি গঠন করে সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।