সাবেক মন্ত্রী মান্নানের জামিন না মঞ্জুর
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৩:১১ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি: সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন আবেদন না মঞ্জুর করেছেন আদালত। সোমবার সকাল সাড়ে ১০টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক নির্জন কুমার মৈত্র জামিন না মঞ্জুর করেন।
আদালতে বিপুল সংখ্যক আইনজীবীর উপস্থিতিতে জামিন আবেদনের পক্ষে-বিপক্ষে শুনানি হয়। এসময় এম এ মান্নানের আইনজীবীরা আদলতে জামিন আবেদন করেন। তারা জানান, ৪ আগস্টের ঘটনায় এম এ মান্নান সম্পৃক্ত না। তিনি সেদিন ঘটনাস্থলে ছিলেন না। এম এ মান্নানের শারীরিক অসুস্থতা বিবেচনা করে জামিন আবেদন করেন তারা। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান।
এসময় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক জামিন আবেদনের বিরোধিতা করে বলেন, সুনামগঞ্জের সাধারণ ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন এম এ মান্নান। তার নির্দেশে ৪ তারিখে হামলা হয়। এ জন্য তিনি জামিন পেতে পারেন না। তিনি আরও বলেন, তার পরিকল্পনায় দেশে ও সুনামগঞ্জে মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে। সেখানে অনেক অনিয়ম দুর্নীতি করেছে সরকার। তাই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছি।