বিশ্বনাথ থানায় নতুন ওসির যোগদান
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৬:২৯ অপরাহ্ন
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বদলী হওয়ার পর রোববার বিশ্বনাথ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. রুবেল মিয়া। তিনি রোববার সকালে নতুন কর্মস্থলে যোগদান করেছেন বলে জানান। নেত্রকোনা জেলার মদন থানার বাস্তা গ্রামের বাসিন্দা মো. রুবেল মিয়া বিশ্বনাথ থানায় যোগদানের পূর্বে ময়মনসিংহ রেঞ্চে কর্মরত ছিলেন।
বিশ্বনাথ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. রুবেল মিয়া উপজেলাবাসীর সহযোগিতা কামনা করে বলেন, সততা, নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশ পুলিশের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা অব্যাহত রাখব।