মৌলভীবাজারে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:০৮:৪২ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।সোমবার জেলা প্রশাসক সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। এসময় বক্তব্য দেন লে. কর্নেল তাওমিদ আহমেদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাস, এনএসআই ডিডি মোঃ কবির হোসেন, মেজর মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মোহসিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মহিম দে প্রমূখ।
এসময় হিন্দু ধর্মাবলম্বী নেতারা বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াত ও বিএনপি আমাদের সবসময় সহযোগিতা করে আসছেন। আমাদের খোঁজ খবর রাখছেন সারাক্ষণ। এতে আমরা কৃতজ্ঞ ও খুবই খুশী। নবাগত জেলা প্রশাসকের আন্তরিকতায়ও আমরা ভীষণ খুশি।
সভায় বক্তারা বলেন, পূজাকে কেন্দ্র করে যুবকরা নামে-বেনামে মোটর সাইকেল শোডাউনসহ যত্রতত্র যানজট লাগিয়ে রাখে এবং ছিনতাইরও ঘটনা ঘটে। বিশেষ করে রিক্সা চালকরা যেমন তেমন করে চলাচল করে শহরের সব জায়গায় জট লাগিয়ে দেয়। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সচেতন থাকার তাগিদ দেয়া হয়। সবদিক বিবেচনা করে পূজায় যাতে কোন স্বার্থান্বেষী মহল কোন ক্ষতি করতে না পারে এ জন্য জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য দফতরের কর্মকর্তাদের সজাগ থাকার অনুরোধ জানানো হয়।
এ সময় জেলা জামায়াতের আমীর প্রকৌশলী এম শাহেদ আলী বলেন, সম্প্রতি কুলাউড়া সীমান্তে জুড়ী উপজেলার স্বর্ণা নামের যে মেয়েটি বিএসএফ’র গুলিতে মারা গেল, তার প্রতি অন্যায় করা হয়েছে। সে ওপারে তার মামার বাড়ি যেতে চাইছিল। এরকম ঘটনা যেন আর না ঘটে সেদিকে সংশ্লিষ্ট বিভাগকে আরো সজাগ থাকার আহবান জানান তিনি।