জামালগঞ্জে বিএনপি’র কার্যালয় উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৪:২৩ অপরাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ প্রায় ২০ বছর পর সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের নোয়াগাঁও বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আরিফ আল মাহফুজ এর সৌজন্যে এই কার্যালয়ে উদ্বোধন হয়। বিএনপি’র কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ সিরাজুল ইসলাম। স্থানীয় যুবদল নেতা মতিউর রহমান ও মো: আবু সায়েম এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি নেতা মোঃ শফিকুর রহমান, মো: জয়নাল আবেদীন, নূরে আলম ফারাজী, উপজেলা যুবদল নেতা ও সাচনা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, কৃষকদল নেতা মোবারক হোসেন ও সাদী, যুবদল নেতা মাহমুদুল হাসান তাহের, ভীমখালী ইউনিয়ন বিএনপির নেতা ও সাবেক মেম্বার মোহাম্মদ সিরাজুল ইসলাম, রইস আলী মিয়া, মোঃ হোসেন আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দর নেতা শাহ্ লিয়াকত আলী, ভীমখালি কৃষক দলের নেতা নুর আহমদ ও মো: জয়নাল আবেদীন। ছাত্রনেতা আহমেদ জাকির, মোঃ আবু সুফিয়ান, তরিকুল ইসলাম জিসান প্রমুখ।