সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:১৭:০১ অপরাহ্ন
অবিলম্বে বিআরটিএ কর্তৃক ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদান, সিলেট নগরীতে ব্যাটারি চালিত যানবাহন হয়রানি -উচ্ছেদ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার দুপুর ১২টায় আম্বরখানাস্থ সংগঠনের কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা আহ্বায়ক আবু জাফর এর সভাপতিত্বে ও জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রণব জ্যোতি পাল এর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর শহীদ মিয়া, হারুন আহমদ, রিকশা-ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ইয়াছমিন আহমদ, সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, তুহিন আহমদ, জুয়েল আহমদ, নাজিম উদ্দিন, মিন্টু যাদব,মিজান উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি