এসএমজেইউ নেতৃবৃন্দের সাথে ব্যারিস্টার নাজির আহমদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৯:২২:৩৭ অপরাহ্ন
সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ বলেছেন, রাষ্ট্র মেরামতের এই কঠিন সময়ে সবাইকে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিয়ে দায়িত্বশীল ভুমিকায় অবতীর্ণ হতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদ পালিয়েছে কিন্তু রয়ে গেছে বিশাল জঞ্জাল, এই জঞ্জাল পরিষ্কারে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে ইতিহাস ক্ষমা করবে না।সোমবার সিলেট নগরীর জেল রোডস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান আলোচকের বক্তব্য রাখছিলেন।
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমজেইউ) আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক বদরুদ্দোজা বদর। সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক খালেদ আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক শাব্বির আহমদ। এতে আলোচক হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার, সাংবাদিক আবদুল মতিন, সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল, খালেদ মেহেদী, শফিক আহমেদ শফি, হুমায়ুন কবির লিটন, আবুল কালাম কাওসার, জুনেদ আহমদ চৌধুরী, নুরুল ইসলাম, শহীদুল ইসলাম, ইশা তালুকদার প্রমুখ।
মতবিনিময় সভায় সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের বলেন, রাষ্ট্রের এই ক্রান্তিকালে সংস্কারের এই মহাযজ্ঞে ব্যারিস্টার নাজির আহমদ এর মতো সৎ ও ত্যাগী মানুষের সম্পৃক্ততা সময়ের দাবী। তিনি দেশ গঠনে যোগ্য ও সৎ মানুষের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করেন।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সময় এখন দেশ গঠনের। প্রত্যেক দেশপ্রেমিক নাগরিককে ব্যারিস্টার নাজির আহমদ এর মতো মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে ব্যারিস্টার নাজির আহমদকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি