মজুরি বৃদ্ধির দাবি চা শ্রমিকদের কর্মবিরতি
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৯:৩৯:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: চা শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিত করা ও দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণসহ অন্যান্য দাবিতে কর্মবিরতি পালন করেছেন সিলেটের চা শ্রমিকরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘন্টা কর্মবিরতি পালন করেন সিলেটের মালনীছড়া চা বাগানের কয়েকশো শ্রমিক।
শ্রমিকরা জানান, নিম্নতম মজুরি বোর্ড ও বাংলাদেশীয় চা সংসদ কর্তৃক ঘোষিত গেজেটে ৮.৫০ টাকা মজুরি চা শ্রমিকদের স্বার্থবিরোধী। এটিকে প্রত্যাখ্যান করেছে শ্রমিকেরা। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে বর্তমান মজুরি দিয়ে কোনভাবেই জীবনধারণ করা সম্ভব হচ্ছে না। তাই দৈনিক মজুরি ৫০০ টাকা দেয়ার দাবি জানান তারা।
তারা আরও বলেন, চা শ্রমিকেরা দীর্ঘকাল ধরে বাংলাদেশে বাস করছে। তারা চা শিল্পের বিকাশে কাজ করছে। উৎপাদন বাড়িয়েছে। এরপরও এদেশের ভূমিতে তাদের আইনগত অধিকার নেই। তাই ভূমিতে আইনগত অধিকার নিশ্চিত করারও দাবি জানান তারা।