সিলেটেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আক্রান্ত ১৫, হাসপাতালে ৮
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:০০:৪৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দেশব্যাপী আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। সাথে বাড়ছে মৃত্যুও। দেশের সাথে পাল্লা দিয়ে সিলেটেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।এদিকে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৮৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন ২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মওসুমে সিলেটে ১৫ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এরমধ্যে গত ১৮ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এরমধ্যে জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন শনাক্ত হয়েছেন।
এদিকে বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী।
এদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। এরই মধ্যে এডিস মশার লাভা তল্লাশী করতে ৩০০ বাসাবাড়িতে কাজ করেছে স্বাস্থ্য কর্মীরা। এরমধ্যে ১৫টি বাড়িতে লার্ভার অস্তিত্ব পাওয়া গেছে। আর বর্তমানে সিটি কর্পোরেশন এলাকায় ৮টি স্বাস্থ্যকর্মী টিম কাজ করছে। তবে সিটি করপোরেশন এলাকায় কোন ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, এখন পুরো দেশেই ডেঙ্গু প্রাদুর্ভাব বেড়েছে। তাই আমরা স্বাস্থ্য বিভাগ কর্মপরিকল্পনার রূপরেখা দিয়েছি। নগরীতে মশক নিধনের জন্য স্থায়ী সমাধানের কথাও ভাবছি। বিশেষত প্রতিদিন মশক নিধনের কার্যক্রম চলানো হচ্ছে।