লিডিং ইউভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিককে অব্যাহতি
প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৩:০৮:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার পদ থেকে বনমালী ভৌমিককে গত ২০ আগষ্ট থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষামন্ত্রনালয় থেকে এ আদেশ জারি করা হয়।
বনমালী ভৌমিক ১৯ এপ্রিল ২০১৮ তারিখ লিডিং ইউনিভার্সিটিতে ট্রেজারার হিসেবে যোগদান করেছেন। লিডিং ইউনিভার্সিটিতে যোগদানের পূর্বে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আইসিটি বিভাগে মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন।